অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু প্রাক্তন আইন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ মার্চ সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লাস্থ কদম মোবারক বাই লেইনের চট্টগ্রাম একাডেমী হলে জন্মশতবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ল' এ্যালামনাই এসোসিয়েশন (ব্লা) এর সাবেক সভাপতি ও নগর সেচ্ছাসেবকলীগ নেতা এ্যাড.সুব্রত শীল (রাজু)'র সভাপতিত্বে এবং এড.শামসুল হক টিটুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও নগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক এড.এ এইচ এম জিয়াউদ্দিন, বিশেষ সাংগঠনিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড.আবদুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জনসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এড.এস এম রাশেদ চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড.আশেকুল ইসলাম সায়েম, এড.হাবিবুর রহমান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ল'এ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি এড.মুহাম্মদ সুলতান মহিউদ্দিন জনি, ব্লা'র সহ-সভাপতি এড.রিগান আচার্য, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক অর্থ সম্পাদক রাজীব চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: রিদুয়ানুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এড.বাপ্পা ঘোষ, এড.জান্নাতুল ফেরদৌস মুক্তা, এড.নয়ন ধর, এড.আজিম উদ্দিন, এড.আনিসুল ইসলাম সৈকত, এড.ফোরকান খোকন, এড.দীপেন ধর, এড.রাজেশ বিশ্বাস, এড.হাবিবুর রহমান, এড.শাহ মোয়াজ্জম রুবেল, এড.এম গিয়াস উদ্দিন, এড.এস এম আরমান, এড.মো:নাজিম উদ্দিন, এড.মো:দিদার, এড.জেবুল হক, এড.সাগর কান্তি নাথ, এড.গিয়াস উদ্দিন ইমতিয়াজ, সঞ্জয় মহাজন, নিপুন কান্তি দাশ, সৌরভ দত্ত, সাগর শীল শ্রাবন, শয়ন শীল, জয়ন্ত তালুকদার, মো:ফরহাদ হোসেন, মো: মোস্তাফিজ মিয়া, মুনতাসির মামুন, মো:আজিজুল হক রিকন, মো:আবুল হাসনাত তালুকদার, জাহেদ আজিম, টগর কান্তি দাস, আল তৌফিক মাহমুদ রিজভী, শারাফাত হোসেন রিয়াজ, শুভ পাল, জহির উদ্দিন বাবর, অনিক দেবনাথ, আকাশ দে, তানজিমুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন পাঠ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্ষুদে শিল্পী পংকজ ভট্টাচার্য্য। পরবর্তীতে অতিথিবৃন্দ কেক কেটে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সম্মিলিতভাবে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করেন ।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.