বোয়ালখালী প্রতিনিধি।চট্টবাংলা ডট কমঃ বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বৃহস্পতিবার সকাল থেকে শেষ সময় পর্যন্ত মেয়র পদে ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন সহ সর্বমোট ৬৮ জন মনোনয়নপত্র দাখিল করেছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত একক মেয়র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম জহুর, বতর্মান মেয়র হাজী আবুল কালাম আবু ও তাঁর ছোট ভাই ইদ্রিস আলম দু'জনই স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দেন এবং ৩ মেয়র প্রার্থীই একই এলাকার বাসিন্দা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১-৩ নং- ওয়ার্ডে রেবেকা সুলতানা ও ইসতেক জাহান ৪-৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জোবাইদা বেগম, রুনা দে, রাশেদা বেগম ও সাজেদা বেগম। ৭-৯ নং ওয়ার্ডে শাহনাজ পারভিন ও ফারজানা আকতার।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম মিজানুর রহমান, মো: মোরশেদ, মোঃ তারেকুল ইসলাম, মোহাম্মদ রিয়াদ হোসেন, মোঃ ওমর সেলিম, আবুল মনচুর, নেজাম উদ্দিন, মোঃ খালেদ।
২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ সিরাজুল হক, মোঃ নাজিম উদ্দিন, এস এম আহাসানুর করিম, মোঃ মাসুদ, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ আরিফ মঈন উদ্দিন চৌধুরী,মোঃ আবু বকর, মাহবুবুল আলম।
৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ আরিফ উদ্দিন, মোঃ মুছা, এ কে এম আবদুল হামিদ, সেকান্দর মিয়া, মোহাম্মদ ইউনুস মিয়া।
৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, মোঃ সেলিম উদ্দিন চৌধুরী, বিষু ঘোষ, আবুল আজাদ, মাসুদুল হক, মো: কামাল উদ্দিন।
৫নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন, কামরুল হাসান, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ জিয়া উদ্দিন, আবদুস সবুর চৌধুরী, মোঃ সেলিম।
৬নং ওয়ার্ড হাজি নাছের আলী, মোঃ জসিম উদ্দিন, আবু তৈয়ব, মোঃ সোলাইমান, মোঃ জসিম উদ্দিন।
৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাহমুদুল হক, মোঃ সোলায়মান, মোঃ সেলিম, মোহাম্মদ আলম, আবদুল আজিম।
৮নং ওয়ার্ডে মোঃ পারভেজ, কামাল উদ্দিন, পেয়ার মোহাম্মদ, রেজাউল করিম, মমতাজুল ইসলাম।
৯নং ওয়ার্ডে ইকবাল হোসেন তালুকদার, মো: ইব্রাহিম, মোঃ সোলাইমান, আলী আজগর, মাহাবুল আলম, ইব্রাহিম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম, সেকন্দার হোসেন, আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান - মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে।
১৯ মার্চ প্রার্থিতা বাছাই, প্রত্যাহার ২৪ মার্চ এবং ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভায় হালনাগাদ তালিকায় ভোটার রয়েছে মোট ৫২ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ১৩৫ জন। নারী ভোটার ২৫ হাজার ৭০৩ জন। ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের ১৪৫টি ভোট কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.