সবুজ অরণ্যঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সভাপতি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট একেএম জিয়া উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার ১০ ফেব্রুয়ারি রাতে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ হুমায়ুন আকতার এই ফলাফল ঘোষণা করেন ।
নির্বাচনে সভাপতি পদে ১ হাজার ৮৩৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী এম এ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৪৯ ভোট।
অন্যদিকে ১ হাজার ৯৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন আওয়ামী লীগের আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী একেএম জিয়াউদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের মো. তৌহিদ মুনির চৌধুরী টিপু ৭২০ ভোট ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মো. সিরাজুল ইসলাম চৌধুরী ৭১৮ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে ১ হাজার ৬৯১ ভোট পেয়ে ঐক্য পরিষদের সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে সমন্বয় পরিষদের আলী আশরাফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪৫৯ ভোট পেয়ে সমন্বয় পরিষদের মো.আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে ২ হাজার ১৫১ ভোট পেয়ে সমন্বয় পরিষদের এসএম অহিদুল্লাহ জয়ী হয়েছেন।
লাইব্রেরি সম্পাদক পদে ২ হাজার ১১৪ ভোট পেয়ে সমন্বয় পরিষদের মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৮২৬ ভোট পেয়ে সমন্বয় পরিষদের মো. মনজুরুল আজম চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ২ হাজার ২৬ ভোট পেয়ে ঐক্য পরিষদের মাহমুদ উল আলম চৌধুরী মারুফ জয়ী হয়েছেন।
সদস্য পদে সমন্বয় পরিষদের ফাতেমা নারগিস হেলনা, এসএম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়ান, সাহেদা বেগম, কাইরুন্নেসা, জোহরা সুলতানা মুনিয়া, মমিনুর রহমান এবং ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, নুর কামাল ও মো. সরওয়ার হোসাইন লাভলু নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সাতটি সদস্য পদসহ সর্বমোট ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় লাভ করেছে।
অপরদিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্য প্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদ সহ বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ৫টি পদে জয় লাভ করেছে।
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক বলেন, নির্বাচনে ৩ হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন ভোট দিয়েছেন।
বুধবার ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতির অফিসে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়ে চলে মধ্যরাতে ভোট গননা শেষ হয়।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.