চট্টবাংলা ডেস্কঃ চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর সকাল ১০ টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।নির্বাচনে ১৫টি পদের বিপরীতে অংশ নেন ৩১ জন প্রার্থী।
ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট।
সাধারণ সম্পাদক পদে চৌধুরী ফরিদ পেয়েছেন ১৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন কাজী পেয়েছেন ৫৮ ভোট।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৯৮ ভোট।
সহ সভাপতি পদে স ম ইব্রাহীম ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরুপম দাশগুপ্ত ৭৩ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর সবুজ পেয়েছেন ১০৪ ভোট।
অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০৯ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু পেয়েছেন ১৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান ৯৬ ভোট পেয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ১১৬ ভোট।
সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে মো. আইয়ুব আলী ১৬০ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন খোকন পেয়েছেন ৭১ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ১৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রণব বড়ুয়া অর্ণব পেয়েছেন ৯৬ ভোট।
কার্যকরী সদস্য পদে শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩ ভোট, মোয়াজ্জেমুল হক ১৩১ ভোট, দেবদুলাল ভৌমিক ১৩০ ভোট এবং মনজুর কাদের মনজু ১০৫ ভোট পেয়েছেন।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2024 চট্টবাংলা. All rights reserved.