প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ১২:১৪ অপরাহ্ণ
করোনা থেকে বাচঁতে স্বাস্থ্যবিধি অনুশীলন করার পরামর্শ মেয়রপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরীর
![]()
মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
দ্রুত সংক্রমনশীল এই করোনা ভাইরাসের সংক্রমন রোধ করতে আমাদেরকে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুশীলন করতে হবে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
নগরীর বিভিন্ন এলাকায় তুলনামূলক অস্বচ্ছল ব্যক্তিদের ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমাদেরকে জীবানুমুক্ত থেকে রোগ প্রতিরোধের শারীরিক সক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে। পরিস্কার,পরিচ্ছন্ন ও প্রটেক্টিভ জীবন যাপন করতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর ৪১ ওয়ার্ডে মাস্ক,হ্যান্ড সেনিটাইজার,হেডক্যাপ ও সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করার উদ্দ্যেগ গ্রহন করেন তিনি।বেশকিছু দিন ধরে চলমান এই সুরক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসেবে তিনি কর্মীদের দিয়ে নগরীর উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, উত্তর পাহাড়তলী, আমিন শিল্প এলাকা, জালালাবাদ, মোহরা, চান্দগাঁও, পশ্চিম বাকলিয়া, পূর্ব ষোলশহর, শুলকবহর এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে নগরীর ৪১ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় জীবানুনাশক ঔষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি চট্টবাংলাকে জানান, তাঁর পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক,সাবান ও সেনিটাইজার বিতরণ এবং জীবানুনাশক ঔষুধ ছিটানো কার্যক্রম চলমান থাকবে নগরীর প্রতিটি ওয়ার্ডে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.