নয়ন: নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনন্সিডিল সহ নাঈম পারভেজ (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
বুধবার ২৮ অক্টোবর ৩:৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেবপ্রিয় দাশ এর নেতৃত্বে ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় ৭০ বোতল ফেনন্সিডিল সহ নাঈম পারভেজ (২৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.