প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ২:৪৫ অপরাহ্ণ
বাজেট ২০২০-২১ অর্থবছর বাড়বে কার-জিপের রেজিস্ট্রেশন খরচ =========================== নিজস্ব প্রতিবেদক। চট্টবাংলা ডট টিভি

ঘোষিত বাজেটে বাড়বে ব্যক্তিগত ব্যবহারের কার-জিপের রেজিস্ট্রেশন খরচ। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত কার ও জিপ রেজিস্ট্রেশনে অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে। এতে গাড়ি রেজিস্ট্রেশনের খরচ বাড়বে।
আজ (১১জুন) বৃহস্পতিবার ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। উত্থাপিত এই বাজেটে কার ও জিপের রেজিস্ট্রেশনসহ এই দুটি বাহনের ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বাজেটে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করারও প্রস্তাব করা হয়েছে। ফলে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া আরও বাড়ছে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.