প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ২:৩২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে ৩০০ সাংবাদিক নির্যাতিত : সিপিজে ক্ষোভ প্রকাশ =============================== চট্টবাংলা। আন্তর্জাতিক ডেস্ক

শেতাঙ্গ পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে ক্রোধ আর আবেগে; বর্ণবাদবিরোধী বিক্ষোভে টগবগ করে ফুটছে পুরো আমেরিকা।
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশটিতে সাংবাদিক, ক্যামেরা পারসনসহ গণমাধ্যমের ৩ শতাধিক কর্মীও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার সংগৃহীত তথ্য উদ্ধৃত করে সিপিজে যুক্তরাষ্ট্রের সব প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের যেন হয়রানি, গ্রেফতার কিংবা বাধা দেওয়া না হয়।
এছাড়া কারফিউ চলাকালেও গণমাধ্যমকর্মীরা যাতে অবাধে দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক সংগঠন সিপিজে।
এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীরা যাতে শাস্তির আওতায় আসেন, সে ব্যাপারেও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সিপিজের বিবৃতিতে। স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজে কর্মকর্তারা বলেছেন, ১২৫টিরও অধিক অঘটন ঘটেছে। যার ভিকটিম হয়েছেন সাংবাদিকরাও। সাংবাদিকদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে।এদিকে নিউইয়র্কে দুই বাংলাদেশি সাংবাদিকও এই বিক্ষোভে হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.