প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ২:২৪ অপরাহ্ণ
বেশি দামে ঔষুধ বিক্রি হাজারী গলির ২৯ ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার জরিমানা == মানস চক্রবর্তী। চট্টবাংলা প্রতিনিধি

বন্দর নগরী চট্টগ্রামে ওষুধের বৃহত্তম পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে বেশি দামে ওষুধ বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ২৯টি ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুন) দুপুর ২টায় শুরু হওয়া তিন ঘণ্টার এই অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন। অভিযানে ওষুধ প্রশাসন, র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং এস এম আলমগীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেশি দামে ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ১৪টি ফার্মেসিকে ৭ লাখ টাকা জরিমানা করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল পিপিই-মাস্ক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বেশি দামে ওষুধ বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ১০টি ফার্মেসিকে ৩ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওষুধ কেনা-বেচার রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে ওষুধ বিক্রিসহ কয়েকটি অপরাধের দায়ে ৫টি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, ডিসি স্যারের নির্দেশে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজারী গলির ওষুধের বাজারে অভিযান পরিচালনা করেন।
‘ওষুধ ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে ওষুধ বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অপরাধের দায়ে অভিযানে ২৯টি ফার্মেসিকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চট্টগ্রামের সব ফার্মেসিতে এই ধরণের তদারকিমূলক অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান জানান, চট্টগ্রামে ওষুধের কোনো সংকট নেই। সব এলাকায় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি আমরা।
‘এরপরেও কিছু ফার্মেসিতে কৌশলে ওষুধের দাম বেশি রাখা হচ্ছে। কোনো ফার্মেসি মালিক ওষুধের দাম বেশি চাইলে প্রমাণসহ ওষুধ প্রশাসন অধিদফতরে অভিযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেবো।’
গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর সঙ্গে ফ্লুসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ।
ওষুধের চাহিদা বৃদ্ধির এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফার্মেসিগুলোতে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগের মধ্যেই র্যাব-পুলিশ নিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় ওষুধের বাজার হাজারী গলিতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.